---Advertisement---

NSE: বাজারে এল নতুন সূচক, EV নির্মাতা সংস্থাগুলির বড় সাফল্য ! কী সুযোগ বিনিয়োগকারীদের ?

By Kousik

Updated on:

---Advertisement---

Stock Market: ভারতের শেয়ার বাজারে এবার এল নতুন সূচক। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিয়ে আসছে ইভি সূচক। অর্থাৎ দেশের প্রথম ইভি সূচক এল শেয়ার বাজারে। এর নাম দেওয়া হয়েছে নিফটি ইভি অ্যান্ড নিউ এজ অটোমোটিভ ইনডেক্স। কীভাবে কাজ করবে এই সূচক ?

ভারতে প্রথম চালু হল ইভি সূচক

সম্প্রতি এক বিবৃতিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই নতুন সূচক চালু করার বিষয়ে জানিয়েছে। নিফটি ইভি ও নিউ এজ অটোমোটিভ ইনডেক্স নামে এই নতুন সূচকটি চালু হয়েছে ৩০ মে থেকে। ভারতে এই প্রথম বৈদ্যুতিন গাড়ি ও নয়া যুগের যানবাহনের জন্য কোনও পৃথক সূচক চালু করা হল ভারতীয় শেয়ার বাজারে।

কেন এটি শুরু হল

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে যে এই নতুন সূচকটি চালু হয়েছে সহযোগী সংস্থা এনএসই ইনডেক্স লিমিটেডের মাধ্যমে। এর মূল লক্ষ্যই হল ইভি ইকোসিস্টেমের অধীনে আসা সমস্ত সংস্থাগুলির কার্যক্রম মুনাফা সমৃদ্ধি ইত্যাদি ট্র্যাক করা। নতুন যুগের যানবাহন সম্পর্কিত ক্ষেত্রে কাজ করবে বা এই সম্পর্কিত প্রযুক্তি তৈরিতে নিযুক্ত আছেন, তাদের জন্যই এই ইভি সূচক কাজ করবে, সেই সমস্ত সংস্থাগুলির পারফরম্যান্স ট্রাক করা হবে এখানে।

কোন কোন শেয়ার থাকবে সেখানে

নিফটি ইভি ও নিউ এজ অটোমোটিভ ইনডেক্সের জন্য ২০১৮ সালের ২ এপ্রিল তারিখটিকে মানদণ্ড ধরে নেওয়া হয়েছে। এমনকী এই সূচকের বেস প্রাইস ধরা হয়েছে ১০০০ টাকা। এই সূচকের মধ্যে যে যে স্টকই থাকুক, তা নির্দিষ্ট মেয়াদ অন্তর পর্যালোচনা করা হবে। যে সমস্ত সংস্থা নিফটি ৫০০ সূচকের মধ্যে আসবে, এই নতুন ইভি সূচকে কেবলমাত্র সেইসব সংস্থাগুলিই স্থান পাবে।

বিনিয়োগের নতুন রাস্তা খুলে যাবে এবার

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে যে, এই সূচকটি বিনিয়োগকারীদের এবং সম্পদ ব্যবস্থাপকদের জন্য একটি নতুন বিকল্প হিসেবে গড়ে উঠবে। ওয়েলথ ম্যানেজাররা নিফটি ইভি অ্যান্ড অটোমোটিভ ইনডেক্সের মাধ্যমে নতুন যুগের স্বয়ংক্রিয় যানবাহন নির্মাণকারী সংস্থাগুলিতে বিনিয়োগের সুযোগ পাবেন।

---Advertisement---

Related Post

Leave a Comment